বীরপাড়া: এশিয়ান হাইওয়েতে পথ দুর্ঘটনায় আহত হলেন ৭ জন। এদের মধ্যে দু’জন সেনা। শুক্রবার সকাল ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার এথেলবাড়ির কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সামরিক বিভাগের জিনিসপত্র বোঝাই একটি ট্রাকের সঙ্গে গবাদি পশু বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সামরিক বিভাগের ট্রাকটি রাস্তার বাম দিক ঘেঁষে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা গবাদি পশু বোঝাই অসমগামী ট্রাকটি ডানদিকে ঘেঁষে গিয়ে সামরিক বিভাগের ট্রাকটিকে মুখোমুখি ধাক্কা মারে। যার ফলে দু’টি ট্রাকের কেবিনে চালক সহ একাধিক ব্যক্তি আটকে পড়েন। আর্থমুভার এনে স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান।
ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। আহতদের বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৫ জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে সামরিক বাহিনীর আধিকারিকরা তাদের ট্রাকটি নিজেদের হেপাজতে নেন। অন্য ট্রাকটি বীরপাড়া থানার পুলিশ আটক করেছে। বীরপাড়া থানার ওসি প্রেমকুমার থামি জানান, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।