চেন্নাই: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস। তামিলনাড়ুর চিত্তুর জেলায় তিরুপতিতে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বাসে মোট ৫২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, শনিবার রাতে তামিলনাড়ুর অনন্তপুর জেলার ধর্মাভরম থেকে আসছিল বাসটি। মধ্যরাতে পাহাড়ি রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পুলিশের তরফে জানানো হয়েছে, তিরুপতির কাছে ভাকারাপেটগায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। রাজ্য সরকারের তরফে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।