ঘোকসাডাঙ্গা: ১৭তম সাব জুনিয়ার রাজ্য বালিকা হ্যান্ডবল প্রতিযোগিতায় কোচবিহার জেলা হ্যান্ডবল দলে সুযোগ পেয়েছে মাথাভাঙ্গা ২ ব্লকের কুশিয়ারবাড়ি হলেশ্বর উচ্চ বিদ্যালয়ের সাত ছাত্রী। বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী হিমানী বর্মন, দশম শ্রেণির ছাত্রী সুচমিতা বর্মন, নবম শ্রেণির ছাত্রী মাম্পি বর্মন সহ সাত ছাত্রী জেলা দলে সুযোগ পেয়েছে। ১৭তম রাজ্য সাব জুনিয়ার বালিকা হ্যান্ডবল প্রতিযোগিতা বর্ধমানের গলসি ব্লকের সাঁকোষ উচ্চ বিদ্যালয়ের মাঠে আগামী ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এদিন কোচবিহার জেলা দলের সঙ্গে মাথাভাঙ্গা ২ ব্লকের সাত ছাত্রী বর্ধমানের উদ্দেশে রওনা হয়েছে বলে জানান কুশিয়ারবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সহদেব বিশ্বাস।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial