উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ হল পিনাকা রকেট লঞ্চারের নয়া সংস্করণের। বিগত তিনদিন ধরে টানা পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রক্রিয়া চলে পোখরানে৷ শনিবার প্রতিরক্ষামন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ‘ভারতীয় সেনাবাহিনী ও ডিআরডিও যৌথভাবে এই পরীক্ষা চালিয়েছে। প্রতিটি পরীক্ষার ফলাফল সন্তোষজনক। পরীক্ষামূলক উৎক্ষেপণ চলাকালীন বিভিন্ন দূরত্বে রকেটগুলি উৎক্ষেপণ করা হয়।’
বিগত ১০ বছর ধরে পিনাকা রকেট ব্যবহার করেছে ভারতীয় সেনা বাহিনী। এবার তাতে বদল আনা হল। জানা গিয়েছে, পিনাকা রকেট লঞ্চারের বর্ধিত সংস্করণ পিনাকা ইআর ৭০ কিলোমিটার দূরত্বে আঘাত করতে সক্ষম। এই লঞ্চার সিস্টেম থেকে ৪২ সেকেন্ডে ৭২টি রকেট নিক্ষেপ করা সম্ভব।
Successful tests of Pinaka Extended Range (Pinaka-ER), Area Denial Munitions (ADM) and indigensouly developed fuzes were carried out at various test ranges.https://t.co/yYkdT6KvCG pic.twitter.com/Bt2iQ82Z1J
— DRDO (@DRDO_India) December 11, 2021