কলকাতা: রাজ্য মন্ত্রীসভায় বড়সড়ো রদবদল। মন্ত্রীসভায় এল ৮টি নতুন মুখ। বুধবার শপথ নিয়েছেন মোট ৯ মন্ত্রী। তাঁদের শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল লা গণেশন (La. Ganesan)। পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, প্রদীপ মজুমদার। প্রতিমন্ত্রী হয়েছেন সত্যজিত্ বর্মন, তাজমুল হোসেন। স্বাধীন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী ও বীরবাহা হাঁসদা। বীরবাহা ছাড়া বাকিরা এই প্রথম রাজ্য মন্ত্রীসভায় এলেন। সাঁওতালি ভাষায় শপথবাক্য পাঠ করেন ঝাড়গ্রামের বিধায়ক।