বীরপাড়া: ডিমডিমা নদীর পাড়ের ফাঁকা জায়গাটায় শরৎকালে দোল খায় সাদা কাশ ফুল। বছরের বাকি সময়টা এলাকাটার যেদিকে তাকানো যায়, চোখে পড়ে শুধু সবুজ ঘাস। ওটা চারণভূমির পাশাপাশি খুদেদের খেলার মাঠও বটে। সকাল বিকেল সেখানে নজরে আসে খুদেদের হুটোপুটি, ছুটোছুটি। কিন্তু ওদের খেলার জন্য কোনও উপকরণ নেই। তাই কখনও বাতাবি লেবুটাই ফুটবল। সিমেন্টের খালি বস্তাটা গাড়ি। একজন বসে, আরেকজন বস্তা ধরে টানে। নদীর প্লাবন আটকাতে বানানো মাটির উঁচু বাঁধটার ওপর থেকে পিছলে নিচে আসে ওরা।
তবে আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বীরপাড়া থানার ডিমডিমা চা বাগানের ওই খুদেরা এবার পেতে চলেছে শহরের মতো উদ্যান। ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের পাশে ডিমডিমার ডাঙ্গাপাড়ায় শিশুঝুমরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি করা হচ্ছে ৮ হাজার বর্গমিটারের শিশু উদ্যান। সীমানা প্রাচীর দিয়ে ঘেরা উদ্যানে থাকবে শিশুদের খেলার নানা উপকরণ। এর জন্য পিবিজি তহবিল থেকে ২৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, বলে শিশুঝুমরা গ্রাম পঞ্চায়েত সূত্রে খবর। ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হয়েছে। ওই উদ্যানে ডিমডিমা সহ সংলগ্ন এথেলবাড়ির শিশুরাও আসতে পারবে। থাকবে শিশুদের খেলা ও মনোরঞ্জনের জন্য বিভিন্ন উপকরণ।
বীরপাড়া চৌপথিতে শিশুদের জন্য উদ্যান রয়েছে। কিন্তু চা বাগানের শ্রমিক পরিবারের শিশুরা স্রেফ সময় কাটাতে বীরপাড়ার শিশু উদ্যানে যাওয়ার কল্পনাও করতে পারে না। এবার ডিমডিমাতেই ওদের জন্য উদ্যান তৈরি করা হচ্ছে। এতে খুশি স্থানীয় বাসিন্দারাও। নদীর তীরে ওই শুনসান জায়গাটি এতদিন সন্ধ্যা হলেই এড়িয়ে চলতেন এলাকার লোকজন। ডাঙ্গাপাড়ার ওই ফাঁকা জায়গাটির চিত্র এবার পালটে যাবে বলে আশা করছেন তাঁরা। উদ্যান তৈরি হলে সেটিকে ঘিরে তাঁরা দোকানপাটও বসাতে পারবেন, আশা স্থানীয়দের।