দুবাই: ৮ হাজার বছর প্রাচীন সভ্যতার মন্দির ও বেদির ধ্বংসাবশেষের সন্ধান মিলল সৌদি আরবে। এই সভ্যতার খোঁজ মিলেছে প্রাচীন কিন্দা রাজ্যের রাজধানী আল-ফাওতে। ধ্বংসাবশেষে যা যা মিলেছে তার মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মন্দিরই। আল-ফাওয়ের বাসিন্দারা এখানে নিয়মিত উপাসনা করতে আসতেন বলে মনে করা হচ্ছে। সৌদি প্রশাসনের নেতৃত্বে প্রত্নতাত্ত্বিকদের একটি বহুদেশীয় প্রতিনিধি দল আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এখানে জরিপ করছিল। তখনই মন্দির ও বেদিটির খোঁজ মেলে।
জানা গিয়েছে, আল-ফাওয়ের পূর্বে অবস্থিত তুওয়াইক পর্বতের পাশেও পাথুরে মন্দির ছিল। পাশাপাশি, নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে ৮ হাজার বছর নিওলিথিক যুগের বসতির ধ্বংসাবশেষও মিলেছে। খুঁজে পাওয়া গিয়েছে বিভিন্ন সময়কালের ২ হাজার ৮০৭টি কবরও। কবরগুলিকে ৬টি বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এছাড়াও মাটির নীচে পাওয়া গিয়েছে বহু ধর্মীয় শিলালিপি। যা নিরীক্ষণ করে সেই সময়ের মানুষদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে নানা অজানা তথ্য জানা যাবে বলেও মনে করছেন প্রত্নতত্ত্ববিদরা। এর মধ্যে অন্যতম একটি শিলালিপি। সেখানে কাহাল নামের এক ঈশ্বরের কথা আছে। ইতিহাসবিদরা জানাচ্ছেন, আল-ফাওয়ের মানুষরা কাহালের উপাসনা করতেন। সাংস্কৃতিক ও ধর্মীয় ঐশ্বর্যের পাশাপাশি ওই ধ্বংসাবশেষে একটি সুপরিকল্পিত নগরীর সন্ধানও মিলেছে।