রায়গঞ্জ: চোরাই সামগ্রী কেনার অভিযোগে শুক্রবার সকালে রায়গঞ্জ শহর সংলগ্ন সুভাষগঞ্জ এলাকা থেকে নয়জনকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্তদের নাম নিমাই পাল, মনোরঞ্জন পাল, ক্ষুদিরাম পাল, পিন্টু পাল, সুজন পাল, উজ্জল পাল সহ নয়জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ শহরে ব্রাউন সুগারে আসক্ত যুবকেরা শহরের বিভিন্ন বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে অভিযুক্তদের দোকানে বিক্রি করতো। এদিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে সুভাষগঞ্জ এলাকার ওই দোকান মালিকদের গ্রেপ্তার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় প্রচুর চোরাই সামগ্রী। পুলিশ সুপার মহন্মদ সানা আকতার বলেন, ‘নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।‘ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন জেরায় অভিযুক্ত দোকানদারেরা স্বীকার করে তারা শহরের নেশাখোর যুবকদের কাছ থেকে চোরাই সামগ্রী কেনে। এর সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুন: উপস্থিতি অনিয়মিত, তালাবন্ধ করে রাখা হল প্রধান শিক্ষককে