বুনিয়াদপুর: মুখা শিল্পীদের জিআই সার্টিফিকেট দেওয়া হল। বুধবার পশ্চিমবঙ্গ সরকারের সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বুনিয়াদপুর (Buniadpur) সার্কিট হাউজে কুশমন্ডির মুখোশ শিল্পীদের নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। তাছাড়াও এদিন এলাকার বিভিন্ন স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণ, গঙ্গারামপুর মহকুমা শাসক পি প্রমথ সহ জেলা এবং মহকুমার আধিকারিকগণ।
কুশমন্ডির মহিষবাথানের মুখা শিল্প ইতিপূর্বে সংশ্লিষ্ট দপ্তর থেকে জিআই তকমা পেয়েছিল। এদিন বুনিয়াদপুর সার্কিট হাউস থেকে বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহিষবাথানের ৯ জন মুখা শিল্পীকে জিআই সার্টিফিকেট দেওয়া হল। এছাড়াও এলাকার বিভিন্ন স্কুলের বিজ্ঞান প্রদর্শনীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী সহ ফটোগ্রাফিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের পুরস্কৃত করা হয়। জেলাশাসক বিজন কৃষ্ণ বলেন, ‘রাজ্য সরকারের সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে ইতিপূর্বে জেলার মহিষবাথানের মুখা জি আই তকমা পায়। এতে আগামী দিনে মুখা শিল্পীদের শ্রীবৃদ্ধি ঘটবে।’
আরও পড়ুনঃ দাওয়ায় বসে গ্রামবাসীদের সমস্যার কথা শুনলেন এসডিও, বিডিও