রায়গঞ্জ: আগামী ৬ অক্টোবর তিন পর্বতশৃঙ্গ অভিযানে যাচ্ছেন উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার ৯ পর্বতারোহী। হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অভিযান। রবিবার সংস্থার নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন পর্বতাভিযানের দলনেতা মনোতোষ বিশ্বাস। তিনি জানান, লক্ষ্য-২০২২ তাঁরা মাউন্ট থারকোট (২০,০১০ ফুট), মাউন্ট দুর্গাকোট (১৯,০৮২ ফুট) এবং মাউন্ট ভানোটি (১৮,৫২০ ফুট) অভিযানে যাচ্ছেন। উত্তরাখণ্ডের সুন্দরডুঙ্গা ভ্যালিতে এই তিনটি শৃঙ্গ অবস্থিত। ৬ অক্টোবর তাঁরা রায়গঞ্জ থেকে যাত্রা শুরু করবেন।
পর্বত অভিযানে দলনেতা মনোতোষ বিশ্বাস ছাড়াও থাকবেন নীলাদ্রি সিনহা, শংকর ধর, অপর্ণা চক্রবর্তী, রিজু দে, অঞ্জুমান আলি আক্তার, সৌম্য দেবনাথ, সুকোমল দেবনাথ ও মণিদীপা সেন।
আরও পড়ুন : ব্যাংক বেসরকারিকরণের প্রতিবাদ কর্মীদের