কলকাতা: রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে করোনা(CORONA) সংক্রমণ। বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্ত হচ্ছেন একের পর এক প্রথম সারির যোদ্ধারাও। নতুন করে করোনায় আক্রান্ত হলেন কলকাতা পুলিশের ৯৯ জন সদস্য। আক্রান্ত পুলিশকর্মীদের মধ্যে ১২ জন আইপিএস অফিসারও রয়েছেন। এর আগে কলকাতা পুলিশের আক্রান্তের সংখ্যা ছিল ৩৫১। ৯৯ জন নতুন করে আক্রান্ত হওয়ার পরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫০।
আরও পড়ুনঃ দেশে হু হু করে বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ
এদিকে, রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে করোনা সংক্রমণ। বাড়ছে আক্রান্তের সংখ্যা। তার ওপর রয়েছে ওমিক্রনের দাপট। রবিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ২৪ হাজার ২৮৭ জন। শনিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৮ হাজার ৮০২ জন। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে রবিবার সেই সংখ্যা পৌঁছে গিয়েছে ২৪ হাজার ২৭৮-এ।