অমিতকুমার রায়, মানিকগঞ্জ: ভালবেসে বিয়ে করে সংসার করতে চেয়ে কারাগারে ঠাঁই হল বাংলাদেশী যুগলের। জাত ধর্মের উর্দ্ধে উঠে বাংলাদেশের (Bangladesh) পঞ্চগড় জেলার বোদা থানার ধামারঘাটের যুবক রুবেল হক (৩০) ভালবেসেছিল ঠাকুরগাঁও জেলার গড়েয়া এলাকার যুবতী কণা রায় পাখি (১৯)কে। কিন্তু ভিন ধর্মে এই সম্পর্ক মেনে নেয়নি দু ’ জনের পরিবার। ফলে সম্পর্ক টিকিয়ে রাখতে দেশান্তরী হওয়ার সিদ্ধান্ত নেন যুগল।
শনিবার রাতের অন্ধকারে একে অপরের হাত ধরে দক্ষিণ বেরুবাড়ির উন্মুক্ত সীমান্ত টপকে ভারতে প্রবেশ করে দু’জনে। কিন্তু বাধ সাধে বিএসএফ। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ জওয়ানরা জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাতকুড়া এলাকা থেকে দুজনকেই গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা ভারতীয় দালাল সাতকুড়ার বিন্নাগুড়ির বাসিন্দা কৃষ্ণ রায়কেও। বিএসএফের ১৫ নম্বর ব্যাটালিয়নের বেরুবাড়ি-২ বিওপির বিএসএফ জওয়ানরা তল্লাশী চালিয়ে চারটি মোবাইল একটি হাতঘড়ি সহ ভারতীয় ৭০০টাকা ও বাংলাদেশের ৮১ হাজার টাকা উদ্ধার করেছে। এদিন সন্ধ্যায় ধৃত যুগলকে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : রাষ্ট্রপতিকে অখিল গিরির ‘কুরুচিকর’ মন্তব্য, বিক্ষোভ আদিবাসী সংগঠনের