ডিজিটাল ডেস্ক : মাত্র ৩৩ টাকা দিলেই মিলবে বিয়ারের বোতল (Beer Bottle) । জানেন কোথায় এত কম দামে পাওয়া যাচ্ছে বিয়ার? আসলে সোশ্যাল মিডিয়াতে এসেছে একটি বিল। সেই বিলেই দেখা যাচ্ছে মাত্র ৩৩ টাকায় কেনা হয়েছে এক বোতল বিয়ার। আসলে ভাইরাল হওয়া সেই বিলটি ১৯৮৯ সালের। তবে শুধুমাত্র বিয়ার নয় ভাইরাল হয়েছে ভাত ডালের বিলও। এক প্লেট ডাল মাখানির দাম মাত্র ১৮ টাকা, আর চিকেন দো পেঁয়াজার এক প্লেটের দাম ৩৮ টাকা। এক বাটি রাইতার দাম ছিল মাত্র ২৮ টাকা। এই বিল আবার যে সে দোকানের বিল নয় অলকা-র মতো নামজাদা হোটেলের বিল।
চলছে ২০২৩ সাল। মানে এই ঘটনা মাত্র ৩০ বছর আগে কার। বর্তমানে সবচেয়ে সস্তার বিয়ারের দাম কমপক্ষে ১২০ টাকা। তাহলে একবার ভেবেই দেখুন, গত তিন দশকে মুদ্রাস্ফীতি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন: ১৭ বছরেই ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে, ঘোষণা কমিশনের