কলকাতা: বল ভেবে বোমায় হাত দিয়ে বিস্ফোরণে হাত উড়ে গেল এক কিশোরের। শুক্রবার ঘটনাটি ঘটে উত্তর কলকাতার জোড়াবাগান থানা এলাকার মল্লিকবাড়ির কাছে পি কে টেগর স্ট্রিটে। জখম কিশোরের নাম সঞ্জীব শ্রীবাস্তব। জানা গিয়েছে, বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে খেলছিল সে। সেই সময় বলটি একটি পরিত্যক্ত জায়গায় আবর্জনার মধ্যে পড়ে। সেখান থেকে বল কুড়োতে গেলেই বোমা বিস্ফোরণ হয়। তাতে সঞ্জীবের ডান হাত উড়ে যায়। গুরুতর জখম ওই কিশোরকে ভর্তি করা হয় হাসপাতালে। সঞ্জীবের বাবা নেই। মা পরিচারিকার কাজ করেন। ওই বোমাটি কীভাবে সেখানে এলো তা খতিয়ে দেখছে জোড়াবাগান থানার পুলিশ।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনী নিয়ে বুথে ঢোকার অভিযোগ, জিতেন্দ্রকে কমিশনের নোটিশ