ডিজিটাল ডেস্ক: অনেক সময় দেখা যায়, দোকানে গিয়ে মালপত্র কেনার পর গ্রাহকরা অনলাইন পেমেন্ট (online payment) করে। অন্যদিকে সঙ্গে সঙ্গে টাকা না ঢুকলেও ব্যবসায়ীরা গ্রাহকদের ফোন দেখে মাল দিয়ে দেন। এই পুরো বিষয়টি চলে বিশ্বাসের ওপর। কিন্তু এবার গ্রাহকদের ওপর বিশ্বাস দেখাতে গিয়ে রীতিমত প্রতারিত হলেন উত্তরপাড়ার ব্যবসায়ী উৎপল ঘোষ। জানা গিয়েছে, তিনি ওই এলাকাতে একটি স্টেশনারি দোকানের মালিক। তিনি অভিযোগ করেছেন, ক্রেতা সেজে বৃহস্পতিবার তিন যুবক তাঁর দোকানে ঢুকে ৮ হাজার টাকার জিনিসপত্র কেনেন। এবং তারপর অনলাইনে পেমেন্ট করার কথা বলে ওই গ্রাহকরা। অবশ্য দোকানিকে গ্রাহকরা মোবাইলের স্ক্রিনশট দেখিয়ে দাবি করে, টাকা চলে গেছে। দোকানি বিশ্বাস করে তাঁদের হাতে ৮ হাজার টাকার ওপরে মাল তুলে দেয়। কিন্তু গ্রাহক চলে যাবার পর অন্তত মিনিট ২-৩ কেটে গেলেও টাকা আর ব্যাংকে ঢোকেনি। এরপরে উত্তরপাড়া থানার পাশাপাশি চন্দননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন উত্তরপাড়ার ব্যবসায়ী। কার্যত অনলাইন পেমেন্ট করার সুযোগ কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা এই কান্ড ঘটিয়েছে বলেই মনে করা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য অধীর চৌধুরীর