উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কা। কর্তব্যরত অবস্থায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ তারাতলা(Taratala) মোড়ে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম অমিত চক্রবর্তী। গতকাল রাতে তারাতলা মোড়ে কর্তব্যরত ছিলেন তিনি। আচমকাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা মারে। এরপর একটি পিলারে ধাক্কা মারে গাড়িটি। যার জেরে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গুরুতর জখম অবস্থায় ওই সিভিক ভলান্টিয়ারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ Asansol | তৃণমূল নেতা খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সিপিএম কর্মী, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের