চাঁচল: প্রসূতিকে বি নেগেটিভ রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন এক কলেজ ছাত্রী। ওই কলেজ ছাত্রীর নাম জ্যোতি দত্ত। বাড়ি চাঁচল বিধান সরণি এলাকায়। জ্যোতি দত্ত ব্যাঙ্গালোরে নার্সিং প্রশিক্ষণের ছাত্রী। বর্তমানে সে বাড়িতে রয়েছে। একজন অসহায় মেয়েকে রক্তদান করে খুশি সে। সে এই মহৎ কাজে বাকি মেয়েদেরও এগিয়ে আসার আহ্বান জানায়। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হরিশচন্দ্রপুর-১ ব্লকের রশিদাবাদ জিপির পারো গ্রামের প্রসূতি তানজেরা বিবি (২৫) সোমবার সকালে চাঁচল মহকুমা হাসপাতালে ভর্তি হয়। সেখানে প্রসব করার সময় বাচ্চাটি মারা যায়। তারপর তাঁর রক্তক্ষরণ হওয়ায় হিমোগ্লোবিন এর পরিমাণ কমে যায়।
কিন্তু তাঁর গ্রুপ ‘বি নেগেটিভ’ হওয়ায় কোনও মতেই রক্তদাতা খুঁজে পাচ্ছিলেন না রোগীর পরিবার। চাঁচল ব্লাড ব্যাংকেও সেই গ্রুপের রক্ত মজুদ ছিল না। তারপর রোগীর পরিবার রক্তের জন্য সামাজিক মাধ্যমে আবেদন করেন। ওই আবেদনে সাড়া দিয়ে ‘ভয়েস অফ চাঁচল’ নামক একটি অরাজনৈতিক মঞ্চের আহ্বায়ক অভিজিৎ দাস রক্তদাতা জোগাড় করে দেন। অভিজিৎ দাসের আবেদনে এগিয়ে আসে ওই গ্রুপের মহিলা সদস্যা চাঁচল বিধান সরণীর জ্যোতি দত্ত (২০)।
ভয়েস অফ চাঁচলের মহিলা সদস্যা বি নেগেটিভ রক্তদাতা জ্যোতি দত্তকে নিয়ে মঙ্গলবার ব্লাড ব্যাংকে রক্তদান করাতে উপস্থিত হয় অভিজিৎ দাস এবং সঙ্গে ছিলেন সেই গ্রুপেরই সদস্যা সম্পা দাস, রোজিনা খাতুন, সদস্য দিলু কাজী, অনিরুদ্ধ ভট্টাচার্য, মহম্মদ রিজওয়ানরা। ভয়েস অফ চাঁচল গ্রুপের আহ্বায়ক অভিজিৎ দাস বলেন, ‘আমরা প্রতিনিয়ত চাঁচল মহকুমা এলাকার রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করে দেই। আমাদের গ্রুপের মহিলা সদস্যারা ও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে। কিন্তু এত সহজে বিরল বি নেগেটিভ রক্ত জোগাড় করে দিব এটা আশা করিনি। অসম্ভব কে সম্ভব করার জন্য আমাদের দাতাকে অসংখ্য ধন্যবাদ। বাকি মেয়েরাও এভাবে এগিয়ে আসবে এই আশা করি।‘