বর্ধমান: অনলাইন পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতি হামলায় গুরুতর জখম এক কলেজ ছাত্রী। বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ওই কলেজ ছাত্রী। অভিযোগ, পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক দুষ্কৃতি তাঁর পেটে ছুরির কোপ বসিয়ে পালিয়ে যায়। ঘটনায় এখনও অবধি পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের না হলেও ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, জখম ছাত্রী সান্তনা হাঁসদা মেমারি থানার দুর্গাপুর পঞ্চায়েতের জুঝারপুরের বাসিন্দা। ছাত্রীর মামাতো ভাই শ্রীমন্ত সরেন জানিয়েছেন, অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য এদিন দেবীপুর বেলতলা এলাকায় প্রাইভেট টিউশন সেন্টারে গিয়েছিল সান্তনা। সেখান থেকে ফেরার পথে মাঝরাস্তায় এক দুষ্কৃতী পথ আটকে ছুরির কোপ বসিয়ে পালিয়ে যায়। সহপাঠী সহ স্থানীয়দের তরফে সান্তনাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
মেমারি থানার পুলিশ জানিয়েছে, এখনও কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজ চলছে।