ডিজিটাল ডেস্ক: এবার ছেলের বাপের বাড়ি থেকে ছেলেকে শ্বশুরবাড়িতে আটকে রেখে অত্যাচারের অভিযোগ উঠল। জানা যাচ্ছে পানিহাটির নেতাজী সুভাষ রোডের বাসিন্দা শুভজ্যোতি বোস বাড়ি থেকে বলে গিয়েছিলেন একদিনের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছেন। কিন্তু সেই একদিন ক্রমশ বেড়ে গিয়ে অনেকগুলো দিন হয়ে গিয়েছে। তার পরেও বাড়ি ফেরেননি ছেলে। জানা যাচ্ছে, নিজের পরিবারকে ওই যুবক এর মাঝে জানিয়েছিলেন, শ্বশুরবাড়ির লোক তাঁকে আটকে রেখে অত্যাচার করছে। এই অভিযোগে ইতিমধ্যে শুভজ্যোতি বোসের বাবা খড়দা থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে পুলিশ এ ব্যাপারে বিশেষ কোনো তৎপরতা দেখাচ্ছে না বলে অভিযোগ। এই ঘটনাটি সামনে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন: অনলাইন পরীক্ষার দাবিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘেরাও