ডিজিটাল ডেস্ক: উৎসব মুখরিত দিনে মর্মান্তিক ঘটনা নদীয়ার রানাঘাটে (Ranaghat)। জানা গিয়েছে, সরস্বতী পূজার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন স্বামী এবং স্ত্রী একসাথে। পুলিশি সূত্রে জানা গিয়েছে, নদীয়ার রানাঘাটের কীর্তিনগরে বাস করতেন ওই দম্পতি। মৃত দম্পতির নাম বিশ্বজিৎ দাস এবং পল্লবী দাস। তাঁদের এই আত্মহত্যার ঘটনা মানতে পারছেন না কেউই।
প্রসঙ্গত, এই দম্পতি ভাড়া বাড়িতে থাকতেন বলে জানা গিয়েছে। পুলিশি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রথমে পল্লবী দাস গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। এরপর তাঁর স্বামী বিশ্বজিৎ একইভাবে আত্মঘাতী হন। অন্যদিকে কেন এই সিদ্ধান্ত, তার খোঁজ চালাতে গিয়ে জানা যাচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে কোনরকম অশান্তি ছিল না। তাহলে এই আত্মহত্যার সিদ্ধান্তের পেছনে কোন কারণ রয়েছে, তা খুঁজতেই রানাঘাট থানার পুলিশ শুরু করেছে তদন্ত।
প্রসঙ্গত, রানাঘাট থানার পুলিশই দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ওই দম্পতির মৃত্যু হয়েছে বলে জানান। ইতিমধ্যেই মৃতদেহ দুটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। অন্যদিকে খুব স্বাভাবিকভাবে সরস্বতী পুজোর সকালে এহেন ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।