হায়দরাবাদ: ইলেকট্রিক বাইক কেনার পরই তার ব্যাটারির বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হল ৪০ বছরের এক ব্যক্তি। গুরুতর জখম হয়েছেন তাঁর স্ত্রীও। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার ঘটনা। জানা গিয়েছে, গত শুক্রবারই ই-বাইকটি কিনেছিলেন কে শিবকুমার। বাড়ি ফিরে ব্যাটারিটি খুলে রাতে ঘরে চার্জে দিয়েছিলেন তিনি। শনিবার ভোরের দিকে হঠাৎই বিস্ফোরণ ঘটে। সেই সময় বাড়ির সকলেই ঘুমাচ্ছিলেন। বিস্ফোরণের জেরে ঘরের এসিতে প্রথমে আগুন লেগে যায়। সেখান থেকে আগুন একাধিক জিনিসপত্রে ছড়িয়ে পড়ে। শিবকুমারের বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা। তাঁরাই সেখানে ছুটে এসে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকেন।
ঘর থেকে শিবকুমারকে উদ্ধার করে দ্রুত তাঁকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিন্তু যাওয়ার পথেই মারা যান তিনি। তাঁর স্ত্রীকেও হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের দুই সন্তানও জখম হয়েছেন। ঠিক কীভাবে বিস্ফোরণ হল, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে যায় দমকলবাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ই-বাইক কোম্পানিটির কর্তাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শর্ট সার্কিট থেকে এমনটা হয়ে থাকতে পারে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন : তিরুপতি মন্দিরের এলইডি স্ক্রিনে ভেসে উঠল চটুল গান, অস্বস্তিতে কর্তৃপক্ষ