রায়গঞ্জ: নিখোঁজ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল অষ্টমীর সকালে। রায়গঞ্জ শহরের ২৫ নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকার বাসিন্দা ওই ব্যবসায়ীর মৃতদেহ দড়িতে পা বাঁধা অবস্থায় বাড়ির কাছের জঙ্গল থেকে উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জানা গিয়েছে, মৃতের নাম ছোটন মল্লিক (৫০) ওরফে মনা। তাঁর আসবাবপত্রের ব্যবসা ছিল। পরিবারের অভিযোগ, তাকে খুন করা হয়েছে । মৃতের স্ত্রী জানান,পঞ্চমী থেকেই নিখোঁজ ছিলেন তিনি। রায়গঞ্জের পুলিশ সুপার সানা আখতার বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।‘
রায়গঞ্জকে যানজটমুক্ত করতে পুরসভা ও প্রশাসনের উদ্যোগ
রায়গঞ্জ: রায়গঞ্জ (Raiganj) শহরকে যানজটমুক্ত করতে উদ্যোগী হল রায়গঞ্জ পুরসভা ও প্রশাসন। বৃহস্পতিবার মহকুমাশাসকের দপ্তরে এ নিয়ে একটি বৈঠক হয়।...
Read more