বর্ধমানঃ এ যেন সত্যি অবাক করা কাণ্ড! এক অসুস্থ পথ কুকুর নিজেই খুঁজে নিল তার পরিত্রাতা কে। পরিত্রাতা অবশ্য আর কেউ নয়, তিনি হলেন পশুপ্রেমী যুবক শেখ আমির। রোগ যন্ত্রনায় কাতর পথ কুকুরটি চিকিৎসার জন্য আমিরের কাছেই আকুতি মিনতি করে চলল। স্নেহ ভরা হৃদয় নিয়ে আমির সেই পথ কুকুরটির কানের নিচে ক্ষতস্থান পরিষ্কার করার পাশাপাশি ইঞ্জেকশনও দিলেন। চুপচাপ শুয়ে থেকে পশুপ্রেমী আমিরের দেওয়া শুশ্রুষা গ্রহন করল পথ কুকুরটি। মঙ্গলবার এক পশুপ্রেমী ও এক পথ কুকুরের এমন হৃদয় স্পর্শী যুগলবন্দি দেখে অবাক হয়ে যান পূর্ব বর্ধমানের(Burdwan) ভাতারের মুরাতিপুরের বাসিন্দারা। সবাই পশুপ্রেমীর তারিফ করেন। এমনকি গোটা এই ঘটনার দৃশ্য ক্যামেরায় বন্দি করার হুড়োহুডি পড়ে যায় এলাকায়।
মুরাতিপুরের বাসিন্দাদের কথায় জানা গিয়েছে, পশু-পাখিপ্রেমী হিসাবেই শেখ আমির এলাকায় পরিচিত। কোনও পশুপাখি দুর্ঘটনায় আহত হয়েছে বা অসুস্থ হয়ে পড়ে রয়েছে এমন খবর পেলেই আমির তাদের চিকিৎসার জন্য ছুটে যান। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে তিনি এই কাজ করে আসছেন। আমির জানান, “এদিন মুরাতিপুর গ্রামের সাহাপাড়া থেকে খবর আসে একটি পথ কুকুরের সারা শরীরে ঘা হয়েছে। তার জন্য কুকুরটি খুব কষ্ট পাচ্ছে। একথা শুনেই কিছু ওষুধপত্র ব্যাগে ভরে নিয়ে তিনি সেখানে পৌছে যান। সেখানে রাস্তার পাশে একটা জায়গায় ওষুধের ব্যাগটা রেখে তিনি কুকুরটির চিকিৎসা করা শুরু করেন। ওই সময়ে তিনি দেখেন, অপর একটা অসুস্থ কুকুর তাঁর ওষুদের ব্যাগের পাশে ঠায় দাঁড়িয়ে আছে। তা দেখে তিনি ওই কুকুরটির কাছে যেতেই তাঁর ওষুধের ব্যাগে মুখ রেখে কুকুরটি কুঁইকুঁই আওয়াজ করে তাঁকে বোঝানোর চেষ্টা করে তারও চিকিৎসা প্রয়োজন”।
আমির বলেন, এরপরে আমি ওই কুকুরটির গায়ে হাত বোলাতেই কুকুরটি আমার ওষুধের ব্যাগের কাছে শুয়ে পড়ে। তখন দেখতে পাই কুকুরটির একটি কানের নিচে গভীর ক্ষত। সেই ক্ষতে পোঁকা গিজগিজ করছে।স্থানীয় দু’একজনের সহায়তা নিয়ে কুকুরটির ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেন। প্রয়োজনীয় একটা ইঞ্জেকশনও কুকুরটিকে দেন। ব্যাথা হলেও এইসময়ে কুকুরটি ছটফট করেনি, মুখে কোনও আওয়াজ পর্যন্ত করেনি। অসুস্থ পথ কুকুরটির এমন কাণ্ড কারখানা দেখে তিনি এবং ঘটনাস্থলে উপস্থিত থাকা সকলেই কার্যত অবাক হয়ে যান বলে শেখ আমির মন্তব্য করেন।
আমিরের কথায়, ‘কুকুর খুবই বুদ্ধিমান জীব। কোথায় গেলে কার সাহায্য পাওয়া যাবে তা তারা খুব ভালো করেই বোঝে। অসহায় পথ কুকুরদের সাথে দুর্ব্যবহার না করে তাদের সাহায্যার্থে সকলকে এগিয়ে আসার জন্য আমির আহ্বান জানান।