তুফানগঞ্জ: পাঁচদিন ধরে সাইকেল চালিয়ে বর্ধমান থেকে তুফানগঞ্জ পৌছালেন কয়েকজন শ্রমিক। এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাইকেলে ফিরে আসা শ্রমিকরা সরকারি সহযোগিতা না পেয়ে যথেষ্ট ক্ষুব্ধ। জানা গিয়েছে, বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে তাতের কাজে গিয়েছিলেন শ্রমিকরা। লকডাউন ঘোষণা হতেই তারা ওই এলাকায় আটকে পড়ে। অন্যদিকে লকডাউনের জেরে তাঁতের কাজও বন্ধ হয়ে গিয়েছে। অভিযোগ, কারখানা খালি হতেই মালিকরা চাপ দিতে শুরু করেন বাড়ি ফেরার জন্য। সেই চাপেই বের হয় কয়েকজন শ্রমিক। রবিবার কোচবিহার জেলার তুফানগঞ্জের ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরেছেন বিপুল, কৃষ্ণ, দয়াল। তারা গত বুধবার থেকে সাইকেল চালিয়ে ফিরছেন তুফানগঞ্জে। তাদের বাড়ি তুফানগঞ্জ-২ ব্লকের বারোকোদালি, চিলাখানা-২ গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুঠি, রামপুর এলাকায়।
তারা বলেন, ‘গত বুধবার বর্ধমান জেলা থেকে সাইকেলে রওনা দিয়েছি। এদিন পৌছালাম তুফানগঞ্জে। রাতদিন সাইকেল চালাতে চালাতে শরীর ব্যাথা হয়ে গিয়েছে। দুটদিন থেকে না খেয়েই সাইকেল চালাচ্ছি। আর কয়েক কিলোমিটার সাইকেল চালালেই বাড়ি পৌছে যাব। মালিক সাইকেল কেনার জন্য মাত্র ২০০০ টাকা দিয়েছেন। তাই দিয়ে সাইকেল কিনে বাড়ি ফিরছি। হাতে যা ছিল তা দিয়ে কয়েকদিন খেলেও দু’দিন থেকে না খেয়েই সাইকেল চালাচ্ছি। আমরা বর্ধমানে স্থানীয় প্রশাসনকে বাড়ি ফেরার আর্জি জানিয়েছিলাম। তারা কোনও কাজ করেননি। বাধ্য হয়েই সাইকেল নিয়ে বাড়ি ফিরছি।’ তুফানগঞ্জ মহকুমা প্রশাসন সূত্রের খবর, যারা অন্য জেলা থেকে কাজ করে বাড়ি ফিরছেন তাদের খোজ নিচ্ছে স্বাস্থ্যকর্মীরা। প্রাথমিক ভাবে তাদের হোম কোয়ারান্টিনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।