ডিজিটাল ডেস্ক : কালীপূজার সময় উদ্ধার করা হয়েছিল প্রচুর শব্দবাজি ও আতসবাজি। রাখা হয়েছিল থানার গুদামে। আর সেখানেই ঘটে গেল বড়সড়ো অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের(Purba Medinipur) পাঁশকুড়া থানায়। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শব্দবাজি এবং বেআইনি আতশবাজির তল্লাশি চালানো হয়েছিল কিছুদিন আগে।
সমস্ত শব্দবাজি ও আতশবাজি উদ্ধার করে রাখা হয় পাঁশকুড়া থানার গুদামে। আর সেখানেই আজ হঠাৎই আগুন লেগে যায়। যথারীতি গুদাম ভর্তি যেহেতু দাহ্য পদার্থ, মুহুর্তের মধ্যে আগুন মারাত্মক আকার ধারণ করে। প্রাথমিকভাবে থানার কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিলেন। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় তড়িঘড়ি তাঁরা বেরিয়ে আসেন। কিন্তু তার মধ্যেই একজন সিভিক ভলেন্টিয়ার অগ্নিদগ্ধ হয়ে পড়েন।
তড়িঘড়ি তাঁকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। পাশে রাখা একটি বাইকও আগুন লেগে পুড়ে যায়। গুদামের বাইরে থাকা অন্যান্য গাড়িগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। আগুন নেভানোর জন্য দমকল ডাকা হয়। দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কি ভাবে গুদামে বাজেয়াপ্ত করা বাজির মধ্যে আগুন লাগল, সেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত।