ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের
লখনৌতে (Lucknow) ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, চারতলা বাড়ি ভেঙে নিহত হয়েছেন অন্তত তিনজন। পাশাপাশি আহত হয়েছেন অনেকেই। সূত্রের খবর, লখনৌয়ের ওয়াজির হাসান রোড এলাকার একটি বাড়ি আজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রসঙ্গত, ওই বাড়িটিতে বেশ কয়েকটি পরিবার বাস করেন। এই দুর্ঘটনার কারণে বাড়ির বাসিন্দারা ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এনডিআরএফ এবং দমকল বাহিনী।
শুরু হয়ে যায় তড়িৎগতিতে উদ্ধারকার্য। আহত বাসিন্দাদের ধ্বংসস্তূপ থেকে বার করে তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে তিনজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত জানা গিয়েছে, উত্তরপ্রদেশের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের মুখপাত্র আব্বাস হায়দার সপরিবারে এই বাড়িতেই বাস করতেন। দুর্ঘটনার পর তিনি ও তাঁর পরিবার ধ্বংসস্তুপের তলায় চাপা পড়ে রয়েছেন বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার কারণে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি বাড়ি ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।