নকশালবাড়িঃ জন্মদিনেই দেহদানের অঙ্গীকার করলেন এক গৃহবধূ। বুধবার নিজের বাড়িতে বসে মরনোত্তর দেহদানের অঙ্গীকার করলেন টুম্পা সরকার। পেশায় তিনি অঙ্গনওয়ারি কর্মী। জানাগেছে, নকশালবাড়ি (Naxalbari) কোটিয়া জোতের বাসিন্দা টুম্পা সরকার। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মাধ্যমে এদিন মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন টুম্পা। কেক কেটে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পরিবার পরিজন ও সমাজকর্মীদের সামনে দেহদানের অঙ্গীকার করেন তিনি। এই প্রসঙ্গে টুম্পা সরকার বলেন, ‘২০১৫ সালে মরনোত্তর দেহদানের বিষয়টি মাথায় আসে। এরপর পরিবারের কাছে দেহদান করার ইচ্ছে প্রকাশ করি। এতদিনে সেই ইচ্ছে পূরণ হল জন্মদিনে।’ তিনি আরও বলেন, ‘যেই দেহ নিয়ে এই পৃথিবীতে এসেছিলাম সেই দেহ রেখে যাব মানব কল্যানে।’
আরও পড়ুন: Siliguri | একই নম্বরে একাধিক সিটি অটো চলছে শিলিগুড়ির রাস্তায়