প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের সাঁড়াশি আক্রমণে অবশেষে নড়েচড়ে বসলো কেন্দ্রীয় সরকার। এদিন পাটশিল্প ও জুটমিল শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য মন্ত্রকের অধীন চারটি দপ্তরের মিলিত কমিটি গঠন করার ক্ষেত্রে উদ্যোগী হল সরকার৷ একই সাথে, পাটের ন্যুনতম সহায়ক মূল্য বেঁধে দেওয়ার ক্ষেত্রেও দ্রুত পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। বৃহস্পতিবার দিল্লির উদ্যোগ ভবনে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে ‘ম্যারাথন’ বৈঠকে সেরে এমনটাই জানালেন অর্জুন সিং।
উল্লেখ্য, পাটশিল্প ও জুটমিল শ্রমিকদের দুরাবস্থার হাল ফেরাতে সোচ্চার হয়েছেন অর্জুন। পাটশিল্প ও শ্রমিকদের উন্নয়ন নিয়ে কেন্দ্রের সঙ্গেই সংঘাতে জড়িয়েছেন তিনি। নিশানা করেছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীষূষ গোয়েলকে। স্রেফ আন্দোলনের হুঁশিয়ারি নয়, এ রাজ্যে জুটমিলগুলির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর পরেই অর্জুনকে তড়িঘড়ি দিল্লিতে ডেকে পাঠান গোয়েল। এদিন সন্ধ্যেবেলায় দিল্লির উদ্যোগ ভবনে মন্ত্রকের অধীন চারটি দপ্তরের (টেক্সটাইল, ফুড, এগ্রিকালচার ও ইন্ডাস্ট্রি)সচিব, যুগ্মসচিব সহ শীর্ষ অধিকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন গোয়েল ও অর্জুন। দীর্ঘক্ষণ চলে এই বৈঠক। বৈঠক শেষে অর্জুনের দাবি, ‘পাট শিল্প ও জুটমিল শ্রমিকদের উন্নয়ন নিয়ে অত্যন্ত সদর্থক আলোচনা হয়েছে। সরকার বিষয়টি নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল।’
এদিন অর্জুন জানিয়েছেন, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীষূষ গোয়েল পাটশিল্প সম্পর্কিত চারটি দপ্তরকে নিয়ে একত্রে একটি কমিটি বানিয়েছেন। এই কমিটিতে অর্জুনও রয়েছেন। খুব দ্রুত রাজ্য সফরে আসতে চলেছে এই কমিটি। কমিটি প্রতিনিধিরা পরিদর্শন করবেন পাটশিল্প বলয়, কথা বলবেন শ্রমিকদের সঙ্গেও। কমিটির নেতৃত্বে থাকবেন বর্ষীয়ান আমলা ও বাণিজ্য সচিব অনিল আগরওয়াল। ১০-১৫ দিন এর মধ্যে এই কমিটি তার পর্যবেক্ষণ সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তুলে দেবে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীষূষ গোয়েলের হাতে। এছাড়াও অর্জুন সিং আশাবাদী, সোম-মঙ্গলবারের মধ্যে পাটশিল্প নিয়ে অনেকটা সমস্যা মিটবে। পাটের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির ব্যাপারেও এদিন সদর্থক আলোচনা হয়েছে মন্ত্রীর সঙ্গে। মঙ্গলবারের মধ্যে পাটের বর্তমান ন্যুনতম সহায়ক মূল্য চূড়ান্ত হতে পারে ৭০০০-৭৫০০ টাকার মধ্যে।
অর্জুন বলেন, ‘কেন্দ্রের পরবর্তী লক্ষ্য কর্মচারীদের বকেয়া ভাতা মিটিয়ে দেওয়া। সে নিয়েও শুরু হয়েছে কাজ। দেওয়া হবে ইএসআই, গ্র্যাচুইটি ইত্যাদিও।’ তবে এত তাড়াতাড়ি ‘নিশ্চিন্ত’ হতে রাজি নন ব্যারাকপুর সাংসদ। তাঁর মতে, ‘কেন্দ্রীয় প্রশাসনে কমিটি গঠন কোন বড় বিষয় নয়৷ কমিটি নিরপেক্ষ ভাবে কাজ করছে কি না সেটাই আসল। তাই যতক্ষণ না কমিটি তার রিপোর্ট ঠিকঠাক জমা দিচ্ছে ও কেন্দ্র তা নিয়ে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে ততক্ষণ নিশ্চিন্ত হওয়ার জো নেই। তাই পাটশিল্প নিয়ে আন্দোলন জারি থাকবে।’ আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও এই বিষয় নিয়ে কথা বলার জন্য সময় চেয়েছেন অর্জুন। উদ্দেশ্য, অমিত শাহকে দিয়ে বস্ত্রমন্ত্রীর উপর বাহ্যিক চাপ সৃষ্টি করা। দেখার বিষয়, সোম-মঙ্গলবারের মধ্যে পাটের ন্যুনতম সহায়ক মূল্য বৃদ্ধি নিয়ে কোনও সুসংবাদ দিতে পারে কি না কেন্দ্রীয় সরকার।
প্রসঙ্গত, এর আগে, ৩০ এপ্রিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জরুরি তলব পেয়ে দিল্লি উড়ে গিয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। সেদিন রাতেই কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীষূষ গোয়েলের সঙ্গে কথা হয়েছিল তাঁর। এদিন দুপুরে ফের দিল্লি এসেছেন অর্জুন। দিল্লিতে সরকারি বাসভবনে বসে জানালেন, পাটশিল্প ও জুটমিলের সমস্যা নিয়ে আলোচনার জন্য ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। সমস্যা না মিটলে আন্দোলনের জন্য প্রস্তুত তিনি। সমস্যা কতদূর মেটে এখন তাই দেখার অপেক্ষা।