কলকাতা: একটি আম, তারই দাম পাঁচশো টাকা। শুনলে চোখ কপালে ওঠার জোগার তাই নয় কী? তবে শুনতে অবিশ্বাস্য হলেও কথাটা কিন্তু ১০০ শতাংশ সত্যি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আম মেলায় এমনই মহার্ঘ্য আম নিয়ে উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদের এক আম চাষি। এই আমের পোশাকি নাম কোহিতুর। অনেকেই সেই আম দেখতে ভিড় করেছেন কিনছেনও কেউ কেউ। ওই আমচাষি জানালেন দেশে বিদেশে ভালই কদর রয়েছে এই আমের।
প্রতি বছরই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় আম উৎসব (Mango Festival)। এবারের উৎসবে মালদহের বিখ্যাত হিমসাগর, ফজলি, ল্যাংড়া ও আম্রপালি সহ অন্যান্য প্রজাতির আমের পশরা নিয়ে এসেচেন চাষিরা। আজ এই উৎসবের উদ্বোধন হয়। চলবে ২৫ জুন পর্যন্ত। মালদহ ছাড়াও রাজ্যের অন্যান্য জেলার আম প্রদর্শিত ও বিক্রি হচ্ছে এই উৎসবে। শুধু আমই নয়, বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর তৈরি আমসত্ত্ব, আচারের মতো নানা আমজাত খাদ্যসামগ্রীও এই উৎসবে রয়েছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলা এই উৎসবে অংশ নিয়েছে। আপাতত তাই আমের গন্ধেই ম-ম করছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম।
আরও পড়ুন : ইডির তলব, আজই সিজিও কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায়