কলকাতা: দেশের অখণ্ডতায় গভীর বিশ্বাস ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। শনিবার নেতাজির ১২৫তম জন্মজয়ন্তীতে নয়া ঘোষণা করল রাজ্য সরকার। নেতাজির নামে রাজ্যে বিশ্ববিদ্যালয় তৈরি হবে জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আজাদ হিন্দ ফৌজ নামে রাজারহাটে সৌধ তৈরি হবে বলেও জানান তিনি।
পরপর বেশ কয়েকটি টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য। তিনি যথার্থই দেশনায়ক ছিলেন, দেশের অখণ্ডাতায় গভীর বিশ্বাস ছিল। দেশনায়ক দিবস হিসাবেই আমরা এই দিনটি পালন করছি।’ পাশাপাশি নেতাজির জন্মদিনে মমতা এও জানিয়েছেন, আজাদ হিন্দ ফৌজ নামে রাজারহাটে মনুমেন্ট তৈরি হয়েছে। রাজ্য সরকারের টাকায় নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। যেটি বিদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করা হবে।
A grand padyatra will be held today. This year's Republic Day parade in Kolkata will also be dedicated to Netaji. A siren will be sounded today at 12.15 PM. We urge everyone to blow shankh at home. Centre must also declare January 23 as a National Holiday. #DeshNayakDibas (3/3)
— Mamata Banerjee (@MamataOfficial) January 23, 2021
এদিন শ্যামবাজার থেকে রেড রোডে নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত একটি পদযাত্রায় শামিল হয়েছেন মুখ্যমন্ত্রী। বেলা ১২টা ১৫মিনিট নাগাদ শ্যামবাজারে শঙ্খ বাজিয়ে পাঁচমাথার মোড় থেকে পদযাত্রায় শামিল হন তিনি।