ডিজিটাল ডেস্ক: আপনি কি আপনার ঘরে রাখতে চান ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2022)? নিশ্চয়ই ভাবছেন তা কি করে সম্ভব! কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করার সুযোগ দিচ্ছে এবার ফিফা। চলছে বর্তমানে কাতার বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপ চলাকালীন ফিফার তরফ থেকে একটি বিশ্বকাপের রেপ্লিকা আনা হয়েছে।
জানা গিয়েছে, এই রেপ্লিকা চব্বিশ ক্যারেটের এবং এক কিলো সোনা দিয়ে তৈরি। পাশাপাশি এই ট্রফির উচ্চতা ৮ ফুট ৪ ইঞ্চি, যা আসল ট্রফি থেকে ছয় ইঞ্চি মতন ছোট এবং ওজনেও প্রায় ৫ কেজি কম। তবে এই ট্রফি ঘরে কিন্তু যে কেউ রাখতে পারবেন না। মাত্র ১৯৯ জন এই ট্রফি সংগ্রহ করতে পারবেন। তার সঙ্গে লাগবে তিন লাখ ইউরো যা ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা হচ্ছে।
এই ট্রফি যারা কিনবেন, তাঁদেরকে একটি করে ফিফার সার্টিফিকেট দেওয়া হবে। কিন্তু কিভাবে এই রেপ্লিকা সংগ্রহ করা যাবে তাই নিয়ে বেড়েছে প্রশ্ন। সেক্ষেত্রে জানা গিয়েছে, ভারত এবং সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলি রেপ্লিকা সংগ্রহ করতে পারবে। তবে জানা গিয়েছে, যারা আগে আবেদন করবেন, তারাই এই রেপ্লিকার অধিকারী হবেন।
প্রসঙ্গত, প্রথমবার ফিফার তরফ থেকে অরিজিনাল রেপ্লিকা বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। তবে সবাই যে এই রেপ্লিকা সংগ্রহ করতে পারবেন না তা বলাইবাহুল্য। সেক্ষেত্রে রেপ্লিকা বিশ্বকাপের দাম শুনেই পিছিয়ে যাচ্ছেন অনেকে।