সামসী: পথ দুর্ঘটনায়(road accident) মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে সামসী-জিয়াগাছি বাইপাস এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম উজ্জ্বলকুমার প্রামাণিক(৬০)। বাড়ি মালতীপুর গ্রাম পঞ্চায়েতের সাঞ্চিয়া গ্রামে। ঘটনাস্থলে চাঁচল থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা(Malda) মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উজ্জ্বল বাবু ঝাড়খণ্ডের একটি ইট ভাটায় শ্রমিকের কাজে নিযুক্ত। তিনি সপ্তাহে একবার বাড়ি আসেন। এদিন সাতসকালে কাজে যোগ দিতে বাড়ি থেকে বের হয়। সামসী-জিয়াগাছি বাইপাস ধরে যাচ্ছিলেন। সেখানেই একটি লরি তাকে পিষে দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মৃত অবস্থায় পড়েছিলেন। সকাল হতেই বিষয়টি জানাজানি হয়। তারপরই ঘটনাস্থলে বাড়ির লোকজন যান। ঘাতক লরিটিকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।