রায়গঞ্জ: চাকরি থেকে ছুটি নিয়ে ঠাকুরদার পারলৌকিক কাজে যোগ দিতে এলেছিলেন সীতেশচন্দ্র সিংহ। কিন্তু, পুণরায় কাজে যোগ দেওয়া হল না ডাক বিভাগের কলকাতার রিজিওনাল অফিসে গ্রুপ সি পদে কর্মরত ওই যুবকের। ঠাকুরদার পারলৌকিক কাজের দিনই প্রাণ হারালেন তিনি। মঙ্গলবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার বাজারগাঁও-২ গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর এলাকায়। ঘটনায় শোস্তব্ধ পরিবার।
পরিবার সূত্রে খবর, চলতি মাসের ৫ তারিখ কলকাতা থেকে শ্রীপুর এসেছিলেন। এদিন সকালে শ্রাদ্ধানুষ্ঠান শুরু হতেই বুকে যন্ত্রণা অনুভব করেন তিনি। তড়িঘড়ি তাঁকে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।