হরিশ্চন্দ্রপুরঃ শুক্রবার সকাল দশটা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) থানা এলাকার জগন্নাথপুর গ্রামে। গ্রামের এক বাসিন্দার ছাদে রাখা খরের গাদা থেকে এই আগুন লাগে বলে খবর। এই আগুন নিমেষে ছড়িয়ে গিয়ে আশেপাশের কয়েকটি বাড়িতে। প্রাথমিকভাবে গ্রামবাসীরাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ঘরের বাইরে বেড়িয়ে এসে দেখি মহম্মদ আজাদ আলীর বাড়িতে ছাদে রাখা খরের গাদায় আগুন লেগে গিয়েছে। জল দিয়ে আগুন নেবার চেষ্টা করছে স্থানীয়রা। আমি দমকলের খবর দেওয়ার চেষ্টা করি। খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যেই দমকলের গাড়ি চলে আসে এবং ঘন্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। খড়ের বোঝা থেকে আগুন লেগে আশেপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি থেকে আগুন লেগেছে এখনও বোঝা যাচ্ছে না।
এ প্রসঙ্গে দমকলের আধিকারিক প্রবীর রায় জানান, ‘আমরা ঘটনার খবর পেয়ে ছুটে যাই ১৫ মিনিটের মধ্যেই। ঘন্টাখানেকের প্রচেষ্টাতে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। তবে কি থেকে আগুন লেগেছে সেটা আমরা তদন্ত করে দেখছি। হতাহতের কোন খবর নেই।’
আরও পড়ুন : করণদিঘিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার পুকুর মালিক