ডিজিটাল ডেস্ক : দুরন্ত গতিতে ধেয়ে আসা গাড়ির ধাক্কায় জখম হলেন এবার ট্রাফিক পুলিশ কর্মী। দুর্ঘটনাটি ঘটেছে বাঙুর এলাকায়। প্রসঙ্গত, বেঙ্গল কেমিক্যালের কাছে দুরন্ত গতিতে এগিয়ে আসছিল একটি গাড়ি। বাঙুরের দিকে যাওয়ার পথে ডিভাইডারে গিয়ে সোজা ধাক্কা মারে গাড়িটি। এবং তারপর এক কর্তব্যরত ট্রাফিক পুলিশকে গিয়ে ধাক্কা মারে। শুধু তাই নয়, এক পথচারীও এই গাড়ির ধাক্কায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গাড়ি দুর্ঘটনায় আহত পুলিশকর্মী এবং পথচারীকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। গাড়ির সামনের বনেটটি প্রায় পুরোপুরি ভেঙে গিয়েছে।
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এই দুর্ঘটনার পেছনে একমাত্র কারণ দুরন্ত গতি। প্রচণ্ড গতি সামলাতে না পেরেই ডিভাইডারে ধাক্কা এবং তারপরেও গতি সামলাতে না পারা। গাড়ির ড্রাইভারের ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রবিবার বাইপাসের ওপর এই দুর্ঘটনার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়। আহত ট্রাফিক পুলিশ কর্মী এবং পথচারী দুজনেই বিপদমুক্ত বলে জানা গিয়েছে।