বর্ধমান: তামিলনাড়ুর কুন্নুরে বুধবার হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্য়ু হয় ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়তের। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে শোকের ছায়া। শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই। অন্যদিকে, এদিন সন্ধ্যায় প্রয়াত বিপিন রাওয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদানের পাশাপাশি মোমবাতি জালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন পূর্ব বর্ধমানের জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন সহ অন্য জনপ্রতিনিধিরা।
প্রসঙ্গত, এদিন দুপুর ১২টা ৪০ নাগাদ তামিলনাডুর কোয়েম্বাটোর ও সুলুরের মাঝে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার এমআই ১৭ভি৫ হেলিকপ্টার। ভেঙে পড়ার পর তাতে আগুন ধরে যায়। সেই কপ্টারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ মোট ১৪ জন। সূত্রের খবর, ঘটনায় সিডিএস ও তাঁর স্ত্রী সহ ১৩ জনেরই মৃত্যু হয়েছে।