উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সুন্দরবন সহ বাংলার উপকূলবর্তী এলাকায় গভীর নিম্নচাপের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। গভীর নিম্নচাপের কারণে ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত প্রবল ঝড় ও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipur Meteorological Department)। আর এই কারণে সুন্দরবন উপকূল এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। খোলা হয়েছে একাধিক কন্ট্রোলরুম। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি এই মুহূর্তে অবস্থান করছে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায়। সেখানে যথেষ্ট শক্তি বাড়িয়েছে এই নিম্নচাপ। সোমবার নিম্নচাপের শক্তি আরও বাড়বে বলে পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। তা পরিণত হবে গভীর নিম্নচাপে। তারপরেই তা ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে বলে জানা গেছে। আর এই কারণেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে বাংলার সুন্দরবন সহ নদী উপকূলবর্তী এলাকা গুলোতে। দুর্যোগ ঘনিয়েছে সুন্দরবনের আকাশে। প্রতিবছরই ঝড় ও অতরিক্ত বৃষ্টিপাতের ফলে ব্যপক সমস্যার সম্মুখিন হতে হয় উপকূলবর্তী এলাকার লক্ষ লক্ষ মানুষকে। ফের এই এলাকা গুলোতে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তরl
সুন্দরবনের নদী উপকূলবর্তী এলাকা বলতে মূলত গোসাবা, বাসন্তী, ক্যানিং, কুলতলিl তার মধ্যে গোসাবা ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েতের ৯ টি অবস্থিত দ্বীপের মধ্যেই। প্রবল বৃষ্টিপাত আর ঘূর্ণিঝড়ের ফলে বারেবারেই নদী বাঁধ ভাঙ্গে সুন্দরবনের এই সব এলাকায়l বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তির্ণ এলাকা। তাই এবার পূর্বাভাস জারি হতেই গোসাবার ১৪ টি গ্রাম পঞ্চায়েতেই খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুমl দুর্বল মাটির নদী বাঁধ গুলির ওপর বাড়তি নজরদারির বাড়িয়েছে সেচ দপ্তর। গোসাবা ব্লক প্রশাসন অতীতের অভিজ্ঞতা কে মাথায় রেখেই সমস্ত ধরনের সতর্কতামূলক বন্দোবস্ত তৈরি রাখছেI যাতে প্রাকৃতিক বিপর্যয়ের সময় যথাযথ ভাবে পরিস্থিতির মোকাবিলা করা যায়I সেই সাথে সাধারণ মানুষকে ও সতর্ক করা হচ্ছেI মৎস্যজীবীদের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গোসাবার পাশাপাশি বাসন্তী ব্লকের ঝড়খালি ও কুলতলি ব্লকের মৈপীঠ নদী তীরবর্তী এলাকার মানুষকে বৃষ্টিপাত ও ঝড় সম্পর্কে সতর্ক করার কাজ করছে ব্লক প্রশাসনের পাশাপাশি উপকূল থানার পুলিশl রীতিমতো গ্রামে গ্রামে মাইকে প্রচার করে সতর্ক করা হয়েছে স্থানীয়দের।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আগামী ৯ থেকে ১১ অগাস্ট ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং কলকাতাইয়। উপকূলবর্তী এলাকা গুলোতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। একই সতর্কতা জারি হয়েছে দীঘার সমুদ্রেও।
আরও পড়ুন: Weather Update | বঙ্গোপসাগরে আরও শক্তিশালী নিম্নচাপ, বৃষ্টির পূর্বাভাস বঙ্গে