শিলিগুড়ি: লোহাপুলে সুড়ঙ্গের ভিতরে কাজ চলাকালীন দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সাকিম (৪৮)। তিনি উত্তর দিনাজপুরের পোখরিয়ার বাসিন্দা। জানা গিয়েছে, সুড়ঙ্গের ভিতরে পাঁচজন শ্রমিক কাজে নিযুক্ত ছিলেন। সেই সময় জালির গার্ডার পড়ে আহত হন সাকিম। তাঁর চোখ ও কপালে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে রাম্বি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এবিষয়ে কালিম্পং থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে।
আরও পড়ুন: মাফিয়াদের মুঠোয় শালবাড়ি, পুরনিগমে অন্তর্ভূক্তির দাবি