ডিজিটাল ডেস্কঃ হাওড়ার আমতায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মেলার আনন্দের মাঝেই নেমে এলো বিষাদ। হাওড়ার আমতার জয়পুর থানার বিনলা গ্রামে একটি কালীপুজোর আয়োজন করা হয়েছিল এবং সেই পূজা উপলক্ষে বসেছিল
মেলা (Fair)। উদ্যোক্তাদের সাথে কথা বলে মেলা প্রাঙ্গনে একটি জাম্পিং ব্যাগ লাগাতে গিয়েছিলেন এলাকারই এক যুবক। আর তাই করতে গিয়ে ঘটে গেল ভয়ংকর ঘটনা। জানা গিয়েছে, মানস মণ্ডল নামে এক যুবক এদিন সন্ধে নাগাদ মেলার একটি জায়গায় ইলেকট্রিক মোটরের সাহায্যে জাম্পিং ব্যাগের ভেতর হাওয়া দিচ্ছিলেন।
সে সময় মোটরে একটি বিকট শব্দ হয় এবং তারপরেই মাটিতে পড়ে যান মানস মণ্ডল। তড়িঘড়ি পুজোর উদ্যোক্তারাই স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান মানস মণ্ডলকে। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ অবশ্য ইতিমধ্যেই মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে। পাশাপাশি কিভাবে এই মৃত্যু হল তাই নিয়ে শুরু হয়েছে তদন্ত। জাম্পিং ব্যাগে হাওয়া ভরার মেশিনটিও পরীক্ষা করে দেখছে পুলিশ। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।