হেমতাবাদ: প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে পরিবারের লোকেরা বেধড়ক মারধর দিল এক যুবককে। মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে হেমতাবাদে (Hemtabad) । বুধবার সকালে মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ফাজিরুদ্দিন মহম্মদ(২৪) বাড়ি হেমতাবাদ থানার কেশবপুর এলাকায়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছেন হেমতাবাদ থানার পুলিশ। ধৃতের সঙ্গে এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। দিন কয়েক আগে ওই যুবতীর অন্যত্র বিয়ে হয়ে যায়। গতকাল নববধূকে প্রাক্তন প্রেমিক ধর্ষণ করতে গেলে হাতেনাতে ধরে ফেলে ওই নববধূর পরিবারের লোকেরা। এরপর শুরু হয় গণধোলাই। পুলিশ গিয়ে অভিযুক্তকে ক্ষিপ্ত জনতার হাত থেকে উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।
পুলিশ সুপার মহম্মদ সানা আক্তার বলেন, এদিন বিকেলে ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত চলছে।