চালসা: পঞ্চায়েত ভোটের আগে মেটেলি(Matelli) ব্লকের জনবহুল বাতাবাড়ি ফার্ম বাজার এলাকায় দেখা গেল আম আদমি পার্টির পোস্টার। আর সেই পোস্টার দেখতে মানুষের ভিড় উপচে পড়ছে। জানা গিয়েছে, শনিবার কিছু বহিরাগত মানুষ এসে বাতাবাড়ি ফার্ম বাজারের দক্ষিণ ধূপঝোরামুখী রাস্তার পাশে একটি বন্ধ দোকানের পাল্লায় ওই পোস্টার লাগায়। বাজারের বেশ কয়েকটি দোকানে এদিন আম আদমি পার্টির ওই পোস্টার দেখা যায়। রবিবার সকাল থেকেই ওই পোস্টার দেখতে মানুষের ভিড় ছিল। সামনেই পঞ্চায়েত ভোট। এদিন জনবহুল বাতাবাড়ি ফার্ম বাজারে আম আদমি পার্টির পোস্টার পড়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : মাল শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত পাঁচটি দোকান