নিউজ ব্যুরো: দিল্লির পর পঞ্জাবে ভোটে জিতে ক্ষমতায় এসেছে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টি (আপ)। এবার আপের লক্ষ্য উত্তর-পূর্ব ভারত। সেই লক্ষ্যেই চলছে সাংগঠনিক কাজকর্ম। গুয়াহাটি পুরনিগমের নির্বাচনকে পাখির চোখ করেছে কেজরিওয়ালের দল। সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর কথা জানিয়েছেন দলের নেতারা। ৬০ আসনের গুয়াহাটি পুরনিগমে ৪০টিতে প্রার্থী দিয়েছে আপ। আপ নেতা মহেশ যোশির দাবি, তাঁরা এবার পুরনিগম দখল করবেন। ৪০ জন প্রার্থীর প্রায় সকলেই ভোটে জিতবেন। গুয়াহাটির মানুষ কংগ্রেস-বিজেপি সকলকেই দেখে নিয়েছে। তারা কেউই সঠিকভাবে নাগরিক পরিষেবা দিতে পারেনি। সেকারণে বাসিন্দারা বিকল্প খুঁজছেন। আপই সেই বিকল্প বলে দাবি করেছেন যোশি।
আরও পড়ুন : একরত্তি বোনকে নিয়েই স্কুলে ১০ বছরের শিশু, প্রশংসায় মন্ত্রী