কোচবিহার: পার্থপ্রতিম রায়কে সরিয়ে দেওয়া হল তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে। নতুন জেলা সভাপতি হলেন অভিজিৎ দে ভৌমিক (হিপ্পি)। বিষয়টি জানতেই তাঁর অনুগামীদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে। স্টেশন মোড়ে তৃণমূলের কার্যালয়ে হিপ্পিকে মিষ্টিমুখ করান তাঁর অনুগামীরা।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে সোমবার কোচবিহার (Coochbehar) শহরের গোলবাগান এলাকায় তৃণমূলের নতুন জেলা কার্যালয়ের উদ্বোধন করেন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। এরপরে তিনি সাংবাদিক বৈঠক করেন। বৈঠকের পরেই খবর আসে পার্থকে সরিয়ে দিয়ে অভিজিৎকে জেলা সভাপতি করা হয়েছে। ঘটনায় নিমেষের মধ্যে নতুন জেলা কার্যালয় শূন্য হয়ে পড়ে। পার্থপ্রতিম রায়ও সেখান থেকে তড়িঘড়ি বেরিয়ে পড়েন। অপরদিকে স্টেশন মোড়ে হিপ্পির তৃণমূলের কার্যালয়ে ভিড় বাড়তে শুরু করে। অভিজিৎ দে ভৌমিক জানান, রাজ্য নেতৃত্ব তাঁকে যে নতুন দায়িত্ব দিয়েছেন তা তিনি যথাযথভাবে পালন করবেন। দলের মধ্যে যতটুকু ভেদাভেদ রয়েছে সেগুলো দূর করে ঐক্যবদ্ধ হয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে লড়াই করবেন।
আরও পড়ুন: ১০ পুণ্যার্থীর মৃত্যুর ঘটনার তদন্তে মেখলিগঞ্জে পুলিশের ডিআইজি