ঘোকসাডাঙ্গা: সদ্য তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন অভিজিৎ দেভৌমিক (হিপ্পি)। জেলা সভাপতি হয়েই মঙ্গলবার রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে যান তিনি। আর এদিন মাথাভাঙ্গা(Mathabhanga) ২ ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চ্যাংরাবান্ধা এলাকায় প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক বিনয়কৃষ্ণ বর্মনের বাড়িতে যান জেলা সভাপতি অভিজিৎ দেভৌমিক। এপ্রসঙ্গে তৃণমূল নেতা বিনয়কৃষ্ণ বর্মন জানান, এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। দলীয় নানা বিষয়ে কথা হয়েছে। নতুন জেলা সভাপতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টিও খাওয়ানো হয়।
আরও পড়ুনঃ জাতীয় সড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে মহিলার মৃত্যু