ডিজিটাল ডেস্ক : প্রাইমারি টেট মামলায় এবার রাজ্যকে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Gangopadhyay)। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই টেট মামলা চলছে। অভিযোগ উঠেছে, পরীক্ষায় ভুল প্রশ্নের জন্য ২০১৪ সালের টেট পরীক্ষার্থীদের যে নাম্বার দেওয়া হয়েছিল বাড়তি, তাতে নিয়ম ভাঙা হয়েছিল। আর সেই সূত্রে হাইকোর্টের তরফ থেকে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চাওয়া হল, কারা এই বাড়তি নাম্বার পাওয়ার যোগ্য প্রার্থী ছিলেন? এ ব্যাপারে পর্ষদের কাট অফ মার্কস কত ছিল? এবং সংরক্ষণের তালিকায় কারা ছিলেন? সমস্ত তথ্য সহ সংরক্ষণের তালিকা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হলফনামার আকারে জমা করার কথা বলেছেন। তথ্য জমা দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। প্রসঙ্গত, এই বাড়তি নাম্বার নিয়েই যাবতীয় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদ কী তথ্য জমা দেন হাইকোর্টে, সেদিকে অবশ্যই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।
সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ তৃণমূল ছাত্রনেতা
ডিজিটাল ডেস্ক : এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে। অবিলম্বে তাঁকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এবার...
Read more