উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: পুরভোটের প্রাক্কালে ফের ত্রিপুরা সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, ২২ নভেম্বর আগরতলায় পৌঁছোবেন তিনি। সেসময় আগরতলায় উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলয়ী কর্মসূচি নয়, সরকারি কাজে ত্রিপুরা সফরে যাবেন তিনি। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অমিত শা দ্বৈরথের সাক্ষী থাকতে চলেছে আগরতলা।
পুরভোটের প্রচারের শেষ লগ্নে দলীয় প্রার্থীদের মনোবল বৃদ্ধির লক্ষ্য়েই আগরতলায় পৌঁছোবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে, নির্দিষ্ট কোনও সফরসূচি জানা যায়নি দলের তরফে। অন্যদিকে, সরকারি কর্মসূচি নিয়ে ২১ তারিখ ত্রিপুর পৌঁছোবেন অমিত শা। পরদিন রাজধানী আগরতলায় থাকবেন তিনি। স্বাভাবিকভাবেই ওয়াকিবহল মহলেি অনুমান অভিষেক-শা বাকযুদ্ধের সাক্ষী হতে চলেছে ত্রিপুরা। উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে অভিষেক-শা’য়ের বাকযুদ্ধে সরগরম হয়ে উঠেছিল বাংলার রাজনীতি।