ডিজিটাল ডেস্ক : আগামী ৩ রা ডিসেম্বর কাঁথিতে জনসভা করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । আর তাই নিয়ে প্রবল আপত্তি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি হাইকোর্টের দারস্ত হয়েছিলেন। আবেদন করেছিলেন, এই সভা যেন করতে দেওয়া না হয়। আদালত সেই মামলার শুনানিতে কিন্তু বিরোধী দলনেতার আবেদন রক্ষা করলো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বন্ধ করার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, শান্তিকুঞ্জ থেকে ১০০ মিটার দূরে তৃণমূলের এই সভা করার অন্যতম কারণ তাঁর পরিবারকে হেনস্থা করা। কিন্তু আদালতের তরফ থেকে বলা হয়েছে, “যে কোনও রাজনৈতিক দলের সভা, সমাবেশ করার অধিকার রয়েছে। সেখানে আদালত হস্তক্ষেপ করবে না।” অন্যদিকে শোনা গিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শান্তিকুঞ্জে গিয়ে চা পানের আমন্ত্রণ জানিয়েছিলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। সেই প্রসঙ্গেও আদালতের তরফ থেকে বলা হয়েছে, বিশেষ অনুমতি ছাড়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে প্রবেশ করা যাবে না। অন্যদিকে এই জনসভা ঘিরে যাতে এলাকায় কোনরকম আইন-শৃঙ্খলার অবনতি না হয়, সাধারণের যাতে কোন অসুবিধা না হয়, সেদিকে কড়া নজর রাখার কথা বলা হয়েছে পুলিশকে। স্বাভাবিকভাবেই আদালতে গিয়ে যে শুভেন্দু অধিকারী হতাশ হলেন, সে ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর খাস তালুকে দাঁড়িয়ে জনসভা থেকে কী বার্তা দেন, তা নিয়ে বাড়ছে কৌতুহল।
তৃণমূল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ
তৃণমূল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠায় পথ অবরোধ করলেন চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের একাংশ।
Read more