ডিজিটাল ডেস্ক: ছেলের আগামী ছবির ট্রেলার দেখে অভিভূত অমিতাভ। নিজের ব্লগে লিখেছেন, ‘অভিষেকই আমার উত্তরাধিকারী।’অভিষেক বচ্চনের ছবি ‘দশভি’র ট্রেলার প্রকাশ্যে এসেছে সম্প্রতি। এই কমেডি ছবিতে অভিষেক এমন এক জেলের কয়েদির চরিত্রে আছেন যে জেলের ভিতরেই দশ ক্লাসের পরীক্ষা দিয়ে পাস করতে চায়। এটি দেখেই উচ্ছ্বসিত বাবা অমিতাভ।বাবা হিসেবেই তিনি জানিয়েছেন সন্তানের সাফল্যের সাক্ষী থাকাটা বাবা-মা-র কাছে সবথেকে আনন্দের। তিনি লিখেছেন, আজ অভিষেকের বাবা হিসেবে গর্বের সঙ্গে বলতে পারি, আভিষেকই আমার উত্তরাধিকারী। ও ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে এবং সাহস দেখাচ্ছে বিভিন্ন কঠিন চরিত্রে অভিনয় করার। এটা শুধু চ্যালেঞ্জই নয়, বিশ্বের সিনেমার কাছে নিজের যোগ্যতা প্রমাণ করারমতো একটা আয়নাও বটে। ‘দশভি’র চরিত্রে অভিনয় করাকে অমিতাভ ফিনোমেনাল বলেবর্ণনা করেছেন।‘দশভি’-র পরিচালক তুষার জালোটা। দীনেশ ভিজান, ম্যাডক ফিলমস ও জিও স্টুডিও প্রযোজক।ছবিতে অভিষেকের সঙ্গে আছেন ইয়ামি গৌতম, নিমরিত কৌর। নেটফ্লিক্সে ছবি দেখা যাবে ৭ এপ্রিল।
অভিষেক বচ্চনের ‘দশভি’ দেখে অনুপ্রাণিত হয়ে কয়েকজন জেলবন্দি করলেন অসম্ভবকে সম্ভব
ডিজিটাল ডেস্ক : কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল অভিষেক বচ্চনের(Abhishek Bachchan) ছবি 'দশভি'(Dasvi)। সেই ছবিতে অভিষেক একজন রাজনৈতিক নেতার ভূমিকায় অভিনয়...
Read more