ডিজিটাল ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনের পরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, দলে এবার থেকে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি কার্যকর হবে। কিন্তু কলকাতা পুর ভোটের প্রাক্কালে সেই নীতি কিন্তু রাখা যায়নি। আর তাই নিয়ে দলের অন্দরে একাধিক প্রশ্ন উঠেছে। এই নিয়ে এবার নিজের বক্তব্য জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, দলে উক্ত ‘এক ব্যক্তি এক পদ’ নীতি ৯৫% কার্যকর হয়েছে। এবং আগামী দিনে ১০০% কার্যকর হবে। কলকাতা পুরসভার নির্বাচনের পর দেখা গিয়েছিল পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতার মেয়র পদে এসেছেন। এই নিয়ে তৃণমূলের অন্দরে ব্যাপক জলঘোলা হয়। কার্যত কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা যায়- টিকিট পেয়েছেন সাংসদ মালা রায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক অতীন ঘোষ সহ অনেকেই। প্রশ্ন ওঠে, তাহলে কি কলকাতার ভার নেবার মত যোগ্য ব্যক্তি দলে নেই? কার্যত কলকাতা পুরভোটে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি বাস্তবায়িত করা যায়নি। তবে পুরোটাই যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে, তা কিন্তু স্পষ্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে আগামী দিনে কিভাবে তৃণমূলে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি ১০০% কার্যকর হয়ে উঠবে অভিষেকের কথা অনুযায়ী, সেটাই এখন দেখার।