ডিজিটাল ডেস্ক: দুদিন আগেই আসাম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সাংগঠনিক শক্তি বাড়ানোর বার্তা দিয়ে এসেছিলেন। কিন্তু আসাম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরতে না ফিরতেই বড়সড়ো অস্বস্তি শাসকদলের। শোনা যাচ্ছে, মেঘালয়ে তৃণমূল ছাড়তে চলেছেন ৫ বিধায়ক। সূত্রের খবর, মেঘালয়ের আরেক রাজনৈতিক দল ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে এই পাঁচ বিধায়ক যোগাযোগ করছেন। আর সেই খবর পেয়েই মেঘালয় তৃণমূল সভাপতি চার্লস পিংরোপ (Charles Pingrop) এবং বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমাকে (Mukul Sangma) তড়িঘড়ি কলকাতায় তলব করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসাথে খবর পাওয়া যাচ্ছে, তৃণমূলের অনেক নেতাকেই মেঘালয়ে সক্রিয় ভূমিকায় পাওয়া যাচ্ছে না। পুরো বিষয়টি নিয়ে কথা বলার জন্যই যে অভিষেকের তলব মেঘালয়ের দলীয় নেতাদের তা বলাইবাহুল্য। সব মিলিয়ে তৃণমূলের জন্য এই খবর যে অত্যন্ত অস্বস্তিজনক, তা নিয়ে কোন সন্দেহ নেই।
আরও পড়ুন: শতরূপ ঘোষ পেলেন বিধানসভার স্বাধিকার রক্ষা কমিটির চিঠি, কেন?